শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা শীর্ষ ডাকাত জকি সহ ৩ জন নিহত

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা শীর্ষ ডাকাত সর্দার জকির বাহিনীর প্রধান জকি সহ তিন জন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২ইটি বন্দুক, ৫টি ওয়ান শুটার সহ ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। র‌্যাবের দাবি নিহত জকির ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং মাদক সহ ২০টির বেশী মামলা রয়েছে। এঘটনায় র‌্যাবের এক সদস্য হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটিদল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন এবং জাদিমুরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের পাশ্ববর্তী একটি পাহাড়ে কুখ্যাত ডাকাত জকির বাহিনীর অবস্থানের খবরে অভিযান চালান। এসময় রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্যদের সঙ্গে র‌্যাব সদস্যরা গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এভাবে ঘন্টাব্যাপী গোলাগুলির এক পর্যায়ে জকির বাহিনীর প্রধান জকি সহ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

এদিকে টেকনাফ থানার ওসি মো: হাফিজুর রহমান জানান, র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাতদলের গোলাগুলির ঘটনায় জকির বাহিনীর প্রধান জকির (৩৫) ও মনির (৩০) নামের দুইজনকে চিহ্নিত করতে পেরেছেন। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল এখনো ঘিরে রেখেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION