বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম-বান্দরবান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরীর কারখানার বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাঙ্গুনিয়ার-বান্দরবন সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক এই অভিযান চালানো হয়। আটকরা হলেন জেলার রাঙ্গুনিয়া উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মো. রোকন (৩৮) ও একই এলাকার জয়নালের ছেলে মো. আব্দুল (৩২)।
সহকারী পুলিশ সুপার ও র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুর রহমান মামুন বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ের এ কারখানায় তৈরি অস্ত্র জেলার পটিয়া, রাউজান, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ আশপাশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। চট্টগ্রাম-বান্দরবান ও পটিয়া-বোয়ালখালী-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর এ কারখানা গড়ে তুলেছিল সন্ত্রাসীরা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ একটি আভিযানিক দল পাঠায় র্যাব- ৭। অভিযানে পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালা ঘরের নিচে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মাহমুদুর রহমান মামুন জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে এ কারখানায় অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ আশপাশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করছে। তারা দুজনই এসব এলাকার পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
ভয়েস/জেইউ।