রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
এক গবেষণায় দেখা যায় যুক্তরাজ্যে করোনাভাইরাসের কারণে আইসিইউ’তে থাকা রোগীদের ৭৩% অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছিলেন
অতিরিক্ত ওজনের কারণে হৃদরোগ, ক্যান্সার কিংবা ডায়াবেটিসের মতো জটিল বেশ কিছু রোগের ঝুঁকির কথা সবাই জানি। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ওজনের কারণে করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুঝুঁকির আশঙ্কাও বেশি থাকে।
বিবিসি’র এক প্রতিবেদনে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ইলেকট্রনিক রেকর্ডের তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ১৭ হাজার কোভিড-১৯ রোগীকে নিয়ে করা এক গবেষণায় দেখা যায় অপেক্ষাকৃত কম ওজনের ব্যক্তিদের তুলনায় অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে যাদের, – বডি ম্যাস ইনডেক্স ৩০ এর ওপর – তাদের মৃত্যুর ঝুঁকি ৩৩% বেড়ে যায়। প্রসঙ্গত, কোনো ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাতে পরিমাপ করা হয় তার বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই।
স্থূলতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওবেসিটি ফাউন্ডেশন আগেই সতর্ক করেছিল যে করোনাভাইরাস সংক্রমণ হওয়া ব্যক্তিদের একটা বড় অংশের “বিএমআই ২৫ এর বেশি হবে।” যুক্তরাষ্ট্র, ইতালি ও চীনও প্রাথমিক তথ্য পর্যালোচনা করে এই আশঙ্কার কথা জানিয়েছে।
বিবিসি’র ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের আইসিইউ’তে থাকা জটিলভাবে আক্রান্ত রোগীদের নিয়ে করা এক গবেষণায় দেখা যায় আইসিইউ’তে থাকা রোগীদের ৭৩% অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছিলেন।
এছাড়া অতিরিক্ত ওজনের ব্যক্তিদের আইসিইউতে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও নানারকম চ্যালেঞ্জ দেখা দিতে পারে। অতিরিক্ত ওজনের ব্যক্তিদের শরীরে টিউব বা ভেন্টিলেটর প্রবেশ করানোর সময় অনেক সময় সমস্যা তৈরি হয় বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। সূত্র:ঢাকা ট্রিবিউন।
ভয়েস/জেইউ।