মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে করোনায় তিন জনের মৃত্যু

ব্রাজিলে এক করোনা রোগীর দেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। ছবি রয়টার্স

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫২ জনে। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৮৮৩ জন।

শুক্রবার (৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৮৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২২ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৮৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৭৫৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ১২৮ জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৫২ জনের। এর মধ্যে নগরীর ৪০৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৩ জন রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION