শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এড.জহিরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজার পৌর পরিষদের শোক

প্রেস বিজ্ঞপ্তি :
বর্ষীয়ান রাজনীতিবিদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক গভর্ণর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য, প্রখ্যাত আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডঃ জহিরুল ইসলামের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র মুজিবুর রহমানসহ কক্সবাজার পৌর পরিষদের সকল কাউন্সিলর।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা মনে করেন,
জহিরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজারের রাজনীতির ইতিহাস থেকে একটি নক্ষত্র ঝরে পড়লো। পাশাপাশি জাতিও হারালো একজন বীর মুক্তিযোদ্ধাকে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কজন সারা বাংলাদেশে ঘনিষ্ঠ যে ক’জন সহযোগি সহচর ছিলো তাদের মধ্যে এডভোকেট জহিরুল ইসলাম অন্যতম।
সংবিধান প্রণয়নেও তাঁর ভূমিকা ছিলো অপরিসীম ।
এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে জাতি একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালো। যা কখনো পুরন হবার নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION