বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ এর কক্সবাজার জেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আজ ৬ জুন বিকালে কক্সবাজার গোল চক্কর মাঠে অনুষ্ঠিত বালকদের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলা দল এবং বালিকাদের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কক্সবাজারের উপপরিচালক শ্রাবস্তী রায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার স্মৃতি, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুনর রশীদ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাহ উদ্দিন সেতু, মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজিজ সুজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলী রেজা তসলিম, মহেশখালীর ক্রীড়াবীদ আমিনুল হক।
বালক দলের ফাইনালে চকরিয়া উপজেলা দল ১-০ গোলে কক্সবাজার পৌরসভা দলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন এবং মহেশখালী উপজেলা বালিকা দল টাইব্রেকারে ৪-৩ গোলে কক্সবাজার সদর উপজেলা দলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মহেশখালী উপজেলা দলের আঁখি ও ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন মহেশখালী উপজেলা দলের সুমাইয়া।
ভয়েস/আআ