রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
বলরাম দাশ অনুপম:
কক্সবাজার কক্সবাজারে ঘূর্ণিঝড় অাম্ফানের মাঝেও থেমে নেই করোনার থাবা৷ পাল্লা দিয়ে এখানে বাড়ছে করোনা রোগির সংখ্যা। মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিঅার ল্যাবে ৩৪ জন করোনা রোগি সনাক্ত হওয়ার পরের দিন বুধবার সনাক্ত হয়েছে ২৯ জন। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ক ডাঃ অনুপম বড়ুয়া জানান-বুধবার কমেকের পিসিঅার ল্যাবে মোট ১৫৪ জনের স্যাম্পল টেস্ট করা হয়। এদের মধ্যে ২৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, চকরিয়া উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ১ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন এবং বান্দরবানের ১ জন রয়েছে। এছাড়া ৪ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। এনিয়ে কক্সবাজার জেলায় বুধবার ২০মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৬১ জন।