শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উমরের ঈদ স্মৃতি

এস আর হোছাইন

উমরের ঈদ স্মৃতি

 

এস আর হোছাইন

অর্ধ ভুবন শাসনে
আমির কুরসী আসনে,
ছিলেন যিনি ভবে
উমর ফারুক তিনি,চিনি সবে।
স্রষ্টা সন্তুষ তার প্রতি
তিনিও খোদার প্রতি অতি।
কোন ঈদ পূর্ব বেলায়
স্ত্রী কহে নম্র গলায়,
আমির,ঈদ আসছে
নব কাপড় চিন্তায় সবে ভাসছে।
আপনি আমি না হই বিরত রহি
পুরান পোশাক অঙ্গে বহি,
বাচ্চার তরে কি হবে তবে হায়
তার লাগি নব কাপড় চাই।
নইলে যে অঝোরে কাঁদবে
মন মাঝে দুঃখ বোঝা বাঁধবে,
উমর কহে আঁখি জলে
অঙ্গ ভরা হাহাকার ছলে,
প্রিয়তমা,ইচ্ছে তারে দিতে
সুখ তারি বন্টন করে নিতে,
তবে,নাই যে মোর অর্থ কড়ি
কেমনে আমি নব কাপড় ধরি?
দেখি তবু,অর্থ মন্ত্রী কি বলে
আগাম মাস বেতন চাই ফলে।
চিঠি গেলো উবাইদার কাছে
অগ্রিম বেতন পাওয়ার আশে।
পত্র পেয়ে টেনে নেয় বুকে
পাঠে তাহা জল ছাড়ে চোখে।
অর্ধ ধরা শাসক অর্থ শুণ্য
কলিজা ছিড়ে যায় খলিফার জন্য।
জলে ছল ছল চোখে উবাইদা মুখে
ফুটায় বুলি কম্পিত হস্তে কলম ঠুটে।
আমিরুল মু’মিনিন,নিবেন সালাম
তব পাক পত্র হস্তে পেলাম,
বেতন যদি চান,শর্ত বহমান।
আগত মাসে রইবেন বেঁচে
সনদ কি তার?জবাব চাহি মান চেষে।
বহাল তদ্দিন রাখবে জনগন
খলিফা পদে,কি তার পণ?
পত্র জবাবে প্রশ্ন দুয়েক দেখে
চিঠিখানা পার্শ্ব কোণে রেখে,
হস্ত তুলে জলে সিক্ত নয়নে
দোয়া ধরে মন্ত্রীর তরে মমতা বুনে।
অগ্রিম বেতন আর জুটলোনা
ঈদ পোশাক ক্রয় হলোনা,
বহির বাচ্চার কাপড় নব হলো
খলিফার সন্তান চোখে,জল টলমল।

কবি পরিচিতি
এস আর হোছাইন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয়।
Srhossaincox143@gmail.com

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION