মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালীতে বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল ১৫ নভেম্বর বিকেলে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী আদ্যমুলা পাড়া মসজিদ সংলগ্ন মাঠে বায়ার ক্রপসাইন্স কর্তৃক আয়োজিত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মমিনুল ইসলাম। বায়ার ক্রপ সায়েন্স এর মহেশখালী ডিস্ট্রিবিউটর সন্তোষ কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়ার ক্রপসাইন্স এর কর্মকর্তা কৃষিবিদ হাজমুজ্জামান, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কৃষক প্রতিনিধি মোঃ রফিক উল্লাহ ও মোহাম্মদ আবু সিদ্দিক।
আলোচনা সভায় মহেশখালী উপজেলা কৃষি অফিসার মমিনুল ইসলাম উপস্থিত কৃষকদের মাঝে ফসলের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এছাড়াও বায়ার ক্রপসাইন্স কর্তৃক বাজারজাতকৃত নতুন নতুন উচ্চ ফলনশীল ধান বীজ অ্যারাইজ সম্পর্কে সম্যক ধারণা দেন।
ভয়েস/আআ