EDITOR
- ১৬ নভেম্বর, ২০২১ /

আমিনুল হক, মহেশখালী:
আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশিকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বোর্ডের কাছে জোর দাবী জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বিষয়ে এক মতবিনিময় সভা আজ ১৪ নভেম্বর সন্ধ্যায় বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসভায় সভাপতিত্ব করেন বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহছানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সহ-সভাপতি ফরিদুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি -সম্পাদক। এসময় আরো উপস্থিত ছিলেন, বড়মহেশখালী ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকগণ। এ সভায় আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত আলোচনায় সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি দলীয় একক প্রার্থী। উক্ত আলোচনা সভা থেকে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলীয় মনোনয়ন বোর্ডের কাছে জোর দাবী জানানো হয়।
ভয়েস/আআ