বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরে আরো ৬ টি হাসপাতালে করোনা রোগীদের জন্য ৭৩০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন বাস্তবতার নিরিখে নগরে স্বাস্থ্য সেবাদানকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব শয্যা প্রস্তত করা হচ্ছে। এর মধ্যে সিআরবি রেলওয়ে হাসপাতালকে ১৫০ শয্যা, হলিক্রিসেন্ট হাসপাতালকে ৮০ শয্যা, ভাটিয়ারীর বিএসবিএ হাসপাতালকে ১০০ শয্যা, ইম্পেরয়িাল হাসপাতাল, আগ্রাবাদ সিটি হলে ৩০০ শয্যা ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে ১০০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার করা হচ্ছে। নতুন ছয়টি করোনা হাসপাতাল চালুর বিষয়ে শুক্রবার (২৯ মে) সার্কিট হাউসে সমন্বয় সভায় মেয়র এসব তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মজিবুল হক খান প্রমুখ।
মেয়র বলেন, চিকিৎসা কেন্দ্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আমাদের জন্য সহজ হয়ে উঠবে। শনিবার থেকে নগরীতে ৬টি করোনা টেস্টিং বুথ পুরোদমে চালু হতে যাচ্ছে। জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাব, ফিরঙ্গি বাজার, ছোটপুল, বিবিরহাট, চান্দগাঁও এবং পতেঙ্গায় ব্র্যাকের সহায়তায় এসব বুথ বসানো হয়েছে। এদিকেসিআরবির বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে সোমবার (১ জুন) থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করা হবে। হাসপাতালটিতে আপাতত ১০০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।
পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ বলেন, আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্য অধিদফতর যেদিন থেকে রোগী ভর্তি করাবে ওইদিন থেকে চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। দুয়েকদিনের মধ্যে তারা রোগী পাঠাবেন বলে আমাদের জানিয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার থেকে আশা করছি আমরা করোনা রোগী সেখানে স্থানান্তর করবো। চিকিৎসক, নার্স প্রস্তুত রাখা হয়েছে। ওই হাসপাতালে করোনা রোগী ভর্তি হলে অন্যান্য হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে।
ভয়েস/জেেইউ।