বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

করোনাভাইরাসে (কোভিড-১৯) চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ডা. মুহিদ হাসানের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ছিলেন। এরআগে গতকাল করোনায় চট্টগ্রামের আরেক চিকিৎসকের মৃত্যু হয়।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ডা. মুহিদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।’

এর আগে গতকাল বুধবার এহসানুল করিম নামে আরেকজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা যান। ডা. এহসানুল করিম নগরীর মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

এদিকে, চিকিৎসকসহ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনায় চট্টগ্রামে তিন জনের মৃত্যু হয়েছে। অপর দুই নারী সকালে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হাসপাতালটির মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION