বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হানিমুনে আবক্ষ ডুবে মিম

বিনোদন ডেস্ক:

সুযোগ পেতেই মালদ্বীপে নীল পানিতে অবগাহনে গিয়েছেন এই নবদম্পতি। সম্প্রতি সেখানে পৌঁছেই সুইমিংপুলে আবক্ষ ডুবে খাবার খাওয়ার ছবি দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। মিম-সনি দম্পতির ঘনিষ্ঠতার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল করোনা। এর দাপটে পিছিয়ে গিয়েছিল দম্পতির হানিমুন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে আরও অনেক আগেই মালদ্বীপে যাওয়ার কথা ছিল তাদের।

সুযোগ পেতেই নীল পানিতে অবগাহনে গিয়েছেন নবদম্পতি। সম্প্রতি সেখানে পৌঁছেই সুইমিং পুলে আবক্ষ ডুবে খাবার খাওয়ার ছবি দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বুধবার মিমের ফেসবুক স্টোরিতে এমন কিছু ছবি দেখা গেছে। ভ্যালেন্টাইন কেক থেকে শুরু করে, হানিমুন বিছানা, সমুদ্র ও সনির সঙ্গে গোধূলি দেখার ছবিও দিয়েছেন মিম।

বিয়ের পর যখন মিম-সনি মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছিলেন, তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, অনেক দেশেই ঘুরতে গেছেন তিনি, সুন্দর দেশ মালদ্বীপে যাওয়া হয়নি। তাই হানিমুনের জন্য মালদ্বীপকেই বেছে নিয়েছেন তারা।

হানিমুনে আবক্ষ ডুবে মিম
ভ্যালেন্টাইন কেক থেকে শুরু করে হানিমুন বিছানা, সমুদ্র ও সনির সঙ্গে গোধূলি দেখার ছবিও দিয়েছেন মিম। ছবি: নিউজবাংলা

৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন মিম। বর সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা, বাড়ি কুমিল্লা। ১০ নভেম্বর আংটি বদল হয় মিম-সনির। ছয় বছর সম্পর্কে থাকার পর বিয়ে হলো তাদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION