রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে ২১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৪৬

চট্টগ্রাম নগর ভবন,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামে আরও ৪৬ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ২ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।এর আগের দিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২ দশমিক ৪২ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে করোনা শনাক্তের হার সহনীয় পর্যায়ে আছে। আরেকটু সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে শনাক্তের হার আরও কমানো সম্ভব। শনিবার শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে ৩২ জন নগরীর এবং ১৪ জন জেলার।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯১ হাজার ৮৯২ জন এবং জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৪৬৫ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের ৭৩৪ জন নগরীর এবং এর বাইরের ৬২৮ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION