শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নকে একটি করে টেলিভিশন উপহার দিয়েছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।
বুধবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টারদিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) কমিউনিকেশন অফিসার রেজিনা ডেলাপোর্ট কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আবু তাহের ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলামের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এসময় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) কর্মকর্তা ইকতার উদ্দিন বায়জিদ, প্রেসক্লাব নির্বাহী কমিটির সদস্য ইকরাম চৌধুরী টিপুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের পাশে থাকার কথা উল্লেখ করে রেজিনা ডেলাপোর্ট বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) সব সময় সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা চান তিনি। পরে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো: আবু তাহের তাকে ধন্যবাদ জানান।
ভয়েস/আআ