শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
করোনা প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন দিন রাত কাজ করে যাচ্ছে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের সাথে সমন্বয় করে। বিশেষ করে জেলা প্রশাসন এনজিওদেরকে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার অনলাইন সভা করেছেন। কক্সবাজার শহরের কলাতলী সী প্রিন্সেস হোটেলকে দুইশ বেডের আইসোলেশান সেন্টার করার জন্য জেলা প্রশাসন সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছেন। আশা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে আইসোলেশান সেন্টারটি চালু হবে।
সোমবার (৮ জুন) বিকাল তিনটায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মাহমুদ উল্লাহ মারুফ এর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এবং শাহনিুর ইসলাম, প্রধান-হিউমেনিটেরিয়ান রেসপন্স ও জুলফিকার হোসেন।
সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
ভয়েস/আআ