বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
বশির আল মামুন, চট্টগ্রাম:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুন, স্ত্রীসহ বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানসহ নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে করোনায় আক্রান্ত হন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার এহসান মুরাদ।
মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবের প্রকাশিত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন বলেন, আশরাফুল হাসান ও তার স্ত্রীর জ্বর হওয়ার ৪ জুন নমুনা দিয়ে ৯ জুন রিপোর্টে পেয়েছেন। আপাতত তাদের শরীরে কোনও লক্ষণ নেই। দু’জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।বোয়ালখালীর ইউএনও ৬ জুন পরীক্ষার জন্য নমুনা দেন। ৯ জুন রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।
এ সম্পর্কে রাজিব হোসাইন বলেন, বোয়ালখালী ইউএনও এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টিনে আছেন। করোনা পজিটিভ থাকায় এখন তিনি আইসোলেশনে থাকবেন। তার শরীরে করোনার কোনও লক্ষণ নেই। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ভয়েস/আআ