বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শিরোপা খরা কাটল ইংল্যান্ডের

খেলাধুলা ডেস্ক:

নারী ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল ইংল্যান্ড।
অবশেষে অবসান ঘটল ৫৬ বছরের অপেক্ষার। প্রায় ছয় দশক পর ফুটবলের শিরোপা ঘরে তুলল ইংলিশরা।

নারী ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল ইংল্যান্ড।

ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতে ফাইনাল ম্যাচে সমানে-সমান লড়াই হয় দুই দলের। বল দখলে জার্মানি এগিয়ে থাকলেও প্রথমার্ধে তারা গোলের দেখা পায়নি। অপরদিকে আক্রমণ চালালেও জালের দেখা মেলেনি ইংলিশদের।

ম্যাচের ৬২ মিনিটে ডেডলক ভাঙেন এলা টুন। মাঠে নামার ছয় মিনিটের মাথায় লিড এনে দেন ইংল্যান্ডকে।

লিড বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি ইংল্যান্ডের পক্ষে। ৭৯ মিনিটের মাথায় জার্মানিকে সমতায় ফেরান লিনা মাগুল।

এরপর ম্যাচের বাকিটা সময় জোর আক্রমণ চালালেও জালের দেখা মেলেনি কারোরই। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ইংলিশ স্ট্রাইকার ক্লো কেলির বদৌলতে ফের গোলের দেখা পায় ইংল্যান্ড। কর্নার কিকে ডি-বক্সে উড়ে আসা বল দ্বিতীয়বারের সুযোগে আলতো টোকায় জালে জড়িয়ে শিরোপার দিকে এক পা দিয়ে রাখে ইংলিশরা।

বাকি সময়টা রক্ষণাত্মক খেলে জাল রক্ষিত রাখে ইংল্যান্ড। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ইংলিশ ফুটবলার ও ভক্ত সমর্থকরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION