বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শঙ্কায় এশিয়া কাপ: বাঁধা হয়ে দাঁড়ালো লিটনের চোট!

খেলাধুলা ডেস্ক:

শুরুটা ধীরস্থির ভাবে করলেও সময় গড়ানোর সঙ্গে চওড়া হচ্ছিল লিটনের ব্যাট। হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির দিকেও হেঁটে যাচ্ছিলেন। কিন্তু চোট বাঁধা হয়ে দাঁড়ালো! পায়ের পেশিতে টান লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই ওপেনার। তবে শেষ পর্যন্ত কেবল মাঠই নয়, জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন। হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ হয়ে গেল লিটনের জিম্বাবুয়ে সফর।

শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৩৪তম ওভারের প্রথম বলে দ্রুত সিংগেল নিতে গিয়ে পেশিতে টান পড়ে তার। এরপর মাটিতে লুটিয়ে পড়লে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন লিটন। এই কারনে জিম্বাবুয়ে সিরিজতো বটেই, এশিয়া কাপে তার মাঠে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানির কথাতে তেমনটাই বোঝা গেলো।

২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটনের সুস্থ হতে তিন-চার সপ্তাহ সময় লাগলে তাকে উপমহাদেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ৮ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল দিতে হবে দেশগুলোকে। সোহানের ইনজুরির পর লিটনের ইনজুরি নির্বাচকদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিলো।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সানি বলেছেন, ‘আজকে (শুক্রবার) আমাদের দলের ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচ মধ্যবর্তী সময় আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। তার রিপোর্ট আসে গ্রেড-২ মাসেল স্ট্রেন। এ ধরনের চোটের জন্য মোটামুটি ৩-৪ সপ্তাহ লেগে যায়। তাই এ সিরিজে আমরা তাকে পাচ্ছি না।’

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে আসা তামিম লিটনের ইনজুরি নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন। সত্যি কথা বলতে আমি এটা শুনেছি এবং অন্যদের থেকেও আরও নিশ্চিত হতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে বাংলাদেশ সিরিজে পিছিয়ে গেছে ১-০ ব্যবধানে। এদিন আগে ব্যাটিং করে তামিমের দল ৩০৩ রান করে। রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION