মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমা ‘বীরত্ব’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মিসওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়ার। নবাগত এই অভিনেত্রী প্রথমবার সিনেমায় কাজ করেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’য়। কিন্তু নানা কারণে ছবিটি এখনো মুক্তি পায়নি। ফলে ‘বীরত্ব’ সিনেমা দিয়েই রূপালি দুনিয়ায় অভিষেক হচ্ছে তার।
আমার চলচ্চিত্রে আগমন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়ে। ছবিটি সেন্সর পাওয়া সত্ত্বেও এখনো মুক্তি পায়নি।
সালওয়া কালবেলাকে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, প্রথমবারের মতো আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একই সঙ্গে টেনশন এবং এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। আমি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ। কারণ তাদের সহায়তা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব হতো না। আমি সবার কাছে অনুরোধ করব আমার ছবিটি দেখতে আসবেন।’
সালওয়া আরও বলেন, ‘স্বপ্নে দেখা রাজকন্যার পর কাজ করি কবরী ম্যাডামের এই তুমি, সেই তুমি, এবং শামীম আহমেদ রনীর বুবুজান সিনেমায়। বীরত্ব আমার অভিনীত চতুর্থ সিনেমা। কিন্তু অন্য সিনেমাগুলো মুক্তি পায়নি। বলতে পারেন চতুর্থ সিনেমা দিয়েই অভিষেক হচ্ছে।’
বীরত্ব সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে সালওয়া বলেন, ‘এখানে গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বেশ ঝুঁকি নিয়েই আমরা কাজ করেছি। এই সিনেমায় আমি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। ডাক্তার না হয়েও ডাক্তারের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ।’
পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন পরিচালক সাইদুল ইসলাম রানা। পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। পরিবেশনা করেছেন দি অভি কথাচিত্র।
ইমন-সালওয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।
ভয়েস/জেইউ।