বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্বকাপে অন্তত ৩ ম্যাচ জিতবে বাংলাদেশ

ভয়েস নিউজ ডেস্ক:

ক্রিকেটে সাকিব আল হাসান, তামিম ইকবালরা ফুটবলে জামাল ভূইয়া, তপু বর্মনরা বর্তমানে দেশসেরা খেলোয়াড়। তেমনি বাংলাদেশের গলফ ইতিহাসের সেরা খেলোয়াড় হলেন সিদ্দিকুর রহমান। দেশসেরা গলফার হওয়ার পরেও সিদ্দিকুর খোঁজ খবর রাখেন ক্রিকেট-ফুটবলে। দেশসেরা এই গলফার অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের বাংলাদেশ দলকে নিয়েও স্বপ্ন দেখছেন ভালো কিছুর।

বিশ্বকাপ শুরু আগে বাংলাদেশ দলের প্রতি চাওয়া কিংবা বিশ্বকাপে শিরোপার দাবিদার কারা… সবকিছু নিয়েই একান্তে  আলাপ করেছেন সিদ্দিকুর রহমান। পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-

প্রশ্ন: নিশ্চয় বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখেন, সেক্ষেত্রে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতি আপনার প্রত্যাশা কি থাকবে?
সিদ্দিকুর: যেহেতু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট, আমার প্রত্যাশা তো থাকবে অবশ্যই বাংলাদেশ দল ভালো খেলবে। আমি বিশ্বাস করি দল যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই একটা সম্মানজনক পজিশনে পৌঁছাতে পারবে।

প্রশ্ন: বিশ্বকাপে সাকিব আল হাসানের কাছে আপনার চাওয়া-পাওয়া কেমন?
সিদ্দিকুর: সাকিব ভাই অনেক অভিজ্ঞ ক্রিকেটার, দীর্ঘ ১৬ বছর ধরে ক্রিকেট খেলছেন। যেহেতু সাকিব ভাই দলের অধিনায়ক, তার গাইডলাইনটা অনেক গুরুত্বপূর্ণ। তার দিকনির্দেশনা যদি সঠিক ভাবে সকল খেলোয়াড় মাঠের খেলায় প্রয়োগ করতে পারে তাহলে ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া সম্ভব।

প্রশ্ন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাহমুদউল্লাহ রিয়াদ সিনিয়র তিন ক্রিকেটার নেই এবারের বিশ্বকাপ দলে, বাংলাদেশ দল তাদের কেমন মিস করবে?
সিদ্দিকুর: আমার মনে হয় ভালোই মিস করবে, কারণ তারা তিনজনই অনেক ভালো ক্রিকেটার। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, অভিজ্ঞ ক্রিকেটার। তবে যেহেতু সাকিব ভাই আছে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন, নম্বার ওয়ান অলরাউন্ডার তার অভিজ্ঞতা দিয়েই সবকিছু কাভার করতে পারবেন আমার বিশ্বাস।

প্রশ্ন: আপনার কাছে বিশ্বকাপের হট ফেবারিট কোন দল?
সিদ্দিকুর: অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে, স্বাগতিক দেশ তারা। তাদের তো একটা শক্তি থাকছেই ঘরের মাঠে খেলা, সবকিছু পরিচিত। আমার মনে হয় অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে।

প্রশ্ন: বিশ্বকাপে মোস্তাফিজ এবং তাসকিন এই দুই পেসারের মধ্যে কে ভালো করবেন, আপনার কী মনে হয়?
সিদ্দিকুর: আমার মনে হয় স্টিল মোস্তাফিজ ভালো করবে। খেলায় আপস এন্ড ডাউন থাকবেই। তাসকিনের খেলা এতোটা আমি দেখিনি, তবে সে ভালো করছে সাম্প্রতিক সময়ে। অবশ্য মোস্তাফিজ যে কোনো সময়ে তার আসল পারফর্মমেন্স ফিরে পাবে।

প্রশ্ন: নিশ্চয় শুনেছেন বিশ্বকাপ দলে শান্তকে নেওয়ার পর অনেক সমালোচনা হয়েছে, সেক্ষেত্রে বিশ্বকাপে একাদশে সুযোগ পেলে কি শান্ত পারবে আস্থার প্রতিদান দিতে?
সিদ্দিকুর: আসলে আলোচনা সমালোচনা থাকবে, দিনশেষে রেজাল্টাই সব। তবে এসব ইগনোর করে শান্ত যদি মাঠের খেলাই পরিপূর্ণ ফোকাস করে তাহলে তার জন্য সেটাই ভালো হবে।

প্রশ্ন:গ্রুপ পর্যায়ে পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ কয়টা ম্যাচ জিতবে বলে আপনি মনে করেন?
প্রশ্ন: যদিও আমাদের গ্রুপটা সহজ নয় ভারত-পাকিস্তানের মত শক্ত প্রতিপক্ষ রয়েছে। তারপরেও আমার মনে হয় অন্তত তিনটা ম্যাচ জিতবে বাংলাদেশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION