বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায়:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুলনার জনসভায় দলটি চিহ্নিত সন্ত্রাসীদের জড়ো করেছে দাবি করে তিনি বলেন, এখন তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো, তাদের উদ্দেশ্য হলো তারা লাশ ফেলতে চায়। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু তাদের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেবো না। আমরা কোনও প্রকাশ উসকানি দেবো না।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

আওয়ামী লীগ কোনও উসকানি দেবে না দাবি করে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা যা বলছি রাজনৈতিকভাবে বলছি। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই। আর তারা যদি তাদের ২০১৩/১৪ সালের মতো সহিংসতার অবস্থানে আসে, ১৩/১৪ সাল? এখন ২০২২ সাল। এখানে উদ্ভূত পরিস্থিতি যেভাবে মোকাবিলা করতে হয় তার সমুচিত জবাব আমরা দেবো।

কোনও নেতাকর্মী আহত-নিহত হলে এর দায় সরকারকে নিতে হবে– বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, এখন তারা যদি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়, এখানে সরকার দায় নেবে না।

বিএনপি রাজপথ দখলে নিয়েছে বলে যে দাবি করেছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজপথ, সেটা রাজধানী ঢাকার রাজপথে সময় হলে দেখা যাবে। আমি তো তাদের বলেছি, আপনারা খেলতে চান? আসুন মাঠে। রাজপথ আমরা কাউকে ইজারা দেই নাই।

তিনি বলেন, ডিসেম্বরের রাজপথের চেতনা আমরা ধারণ করি। বিজয়ের চেতনা বিএনপির নেই। কাজেই রাজপথের যে মোকাবিলা, বিএনপির এখানে চ্যালেঞ্জ করার কোনও কিছু নেই। ডিসেম্বর মাস আসুক, আমরা ক্ষমতায় আছি। আমরা হুট করে মাথা গরম করবো এটা উচিত নয়।

আওয়ামী লীগ সরকার দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘দেশটা শান্তিতে থাকুক, মানুষ স্বস্তিতে থাকুক, সেটাই আমরা চাই। আমরা চাই না দেশে অশান্তি হোক, বিশৃঙ্খলা হোক। সেটা তো ক্ষমতাসীন দল হিসেবে আমাদেরই ক্ষতি।’

তিনি বলেন, আমরা ক্ষতিটা কেন গায়ে পড়ে ডেকে আনবো? আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। তারা এখন লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে এলো, ভয় দেখাচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি শাজাহান খান, বিরোধীদলীয় চিফ হুইপ ও সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও নিরাপদ সড়ক চাই- এর সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বক্তব্য রাখেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION