রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুনুল হক করোনায় আক্রান্ত

ইমাম খাইর:
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুনুল হক করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (২১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করার করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। ডাক্তার মামুনুল হক পারিবারিক সম্পর্কে তার মামাতো ভাই।

এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, সংবাদটি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের মানচিত্রে অবহেলীত একমাত্র উপজেলা দ্বীপ কুতুবদিয়া -নেই বিদ্যুৎ,নেই কোন চিকিৎসার সুব্যবস্থা।

কুতুবদিয়ায় অথবা পাশ্ববর্তী উপজেলা পেকুয়ায় পর্যাপ্ত করোনা টেষ্ট, হাই ফ্লো অক্সিজেন এবং জনবল বাড়ানোর জন্যে কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ নজর দেয়ার অনুরোধ করছি।উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী আরো বলেন,
আক্রান্ত চিকিৎসকের সু চিকিৎসা নিশ্চিত এবং একই সাথে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সহযোগীদের যথাযথ প্রটেকশন, আবাসন, খাদ্যসহ অন্যান্য সুবিধা প্রদানের এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীদের নিরাপত্তা, নিরাপদ সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION