বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
মাঠে নামার আগেই চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ শুনেছিল বার্সেলোনা। ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ইন্টার মিলানের ৪-০ গোলের জয়েই বিদায় নিশ্চিত হয়ে যায় বার্সার। ফলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটির কার্যত কোনো গুরুত্ব ছিল না। এরপরও বায়ার্নকে হারিয়ে অন্তত সান্ত্বনা খুঁজে নিতে পারতো জাভির দল। সেটাও হয়নি। নিজেদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।
বুধবার ন্যু ক্যাম্পে দশম মিনিটেই বায়ার্ন মিউনিখকে এগিয়ে নেন সাদিও মানে। ৩১তম মিনিটে ব্যবধান বাড়ান এরিক ম্যাক্সিম চুপো-মটিং। ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেন বেঞ্জামিন পাভার্ড।
টানা ৫ জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ইন্টার মিলান। মাত্র ৪ পয়েন্ট থাকায় বার্সেলোনা নেমে গেছে ইউরোপা লীগে।
টানা দ্বিতীয়বারের মতো এই বাজে অভিজ্ঞতা হলো পাঁচবারের ইউরোপসেরা দলটির।
নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পরপর দুই মৌসুমে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বার্সা। প্রথমবার ১৯৯৭-৯৮ ও ১৯৯৮-৯৯ মৌসুমে লুইস ভ্যান গালের অধীনে।
অন্যদিকে, নিজেদের মাঠে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে খেলতে নামে ইন্টার মিলান। জোড়া গোল করেন বসনিয়ান তারকা এডিন জোকো। একটি করে গোল হেনরিক মিখিতারিয়ান ও রোমেলু লুকাকুর। ২০১০ সালের পর চ্যাম্পিয়নস লীগে এটি ইন্টার মিলানের সবচেয়ে বড় জয়। সেবার ভেরদার ব্রেমেনকেও ৪-০তে হারিয়েছিল তারা।
অ্যাটলেটিকোর বিদায়
চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে গেছে স্পেনের আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদও। আসরে টিকে থাকতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। কিন্তু ‘বি’ গ্রুপে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে অ্যাটলেটিকো। ৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। সমান ম্যাচে ৪ পয়েন্ট লেভারকুসেনের। অন্য ম্যাচে ক্লাব ব্রুজকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে নাম লেখায় এফসি পোর্তো। ৫ ম্যাচে ৯ পয়েন্ট তাদের।
‘ডি’ গ্রুপে কঠিন লড়াই
৫ ম্যাচ হয়ে গেলেও ‘ডি’ গ্রুপ থেকে এখনো কেউ দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। চার দলেরই সম্ভাবনা রয়েছে যাওয়ার। ৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে টটেনহ্যাম। সমান ৭ পয়েন্ট সংগ্রহ স্পোর্টিং লিসবন এবং ফ্রাঙ্কফুর্টের। চতুর্থ দল অলিম্পিক মার্শেইর ৬ পয়েন্ট।
বুধবার লিসবনের সঙ্গে ১-১ গোলে ড্র করে টটেনহ্যাম। আর মার্শেইকে ২-১ গোলে হারিয়ে লড়াই জমিয়ে তোলে ফ্রাঙ্কফুর্ট।
ভয়েস/জেইউ।