বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খুলনার গণসমাবেশের আগে যানবাহনের ধর্মঘট ডাকা হলেও বাধা অতিক্রম করে জনগণ জেগে উঠেছে। তাদের আর থামিয়ে রাখতে পারবেন না।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এই সভার আয়োজন করে।
এ সরকারকে হটানো ছাড়া বর্তমান সংকট থেকে দেশকে বাঁচানো যাবে না মন্তব্য করে বিএনপির স্থানীয় কমিটির এই সদস্য বলেন, ‘লোডশেডিং কেন ফিরে এসেছে এর জবাব এই অবৈধ সরকার জনগণের কাছে দিতে পারবে না।’
তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, তদন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না।’
সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘গিয়াস কামাল চৌধুরী ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন। ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতায় মাধ্যমে গিয়াস কামাল চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন।’
গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের আইন করছে সরকার দাবি করে সাংবাদিক নেতারা বলেন, ‘এসব আইনের বিরোধিতা করার মাধ্যমেই গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’
আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রুহুল আমিন গাজী, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।
ভয়েস/জেইউ।