বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাধা দিয়েছিল সরকার, তবুও দমাতে পারেনি ফরিদপুরের সমাবেশ:রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

গণপরিবহন বন্ধ করাসহ নানামুখী বাধা দিয়েও সরকার ফরিদপুরের গণসমাবেশ দমাতে পারেনি বলে দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

রিজভী বলেন,আজ ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি ঐতিহাসিক বিভাগীয় গণসমাবেশ। যদিও গণসমাবেশ দমাতে বাধা দেওয়ার কমতি করেনি সরকার। রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের খুঁজতে বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিয়েছে। গোপালগঞ্জ এবং ঢাকা থেকে ফরিদপুরগামী সব বাস বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার এসব অপকৌশল গ্রহণ করেছে।

বিএনপির গণসমাবেশ ঘিরে সরকার শনিবার সকাল থেকে ফরিদপুরে মোবাইলের সব নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ অন্যতম মুখপাত্র বলেন, সরকারের ইন্ধনেই এই অঘোষিত ধর্মঘট, পুলিশি হয়রানি এবং মোবাইল অপারেটরগুলোর নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। এরপরও ফরিদপুরের গণসমাবেশে অভাবনীয় লোক সমাগম হচ্ছে। মানুষ নিজেদের উদ্যোগে বিকল্প বিভিন্ন মাধ্যমে সমাবেশস্থলের দিকে বানের পানির মতো এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, সরকারের কোনো বাধাই ফরিদপুর বিভাগের জনগণ ও নেতাকর্মীরদের আটকাতে পারেনি। সব বাধা ডিঙিয়ে দুদিন আগে থেকেই ফরিদপুর শহরে সমাবেশস্থলে আসতে শুরু করেছে মানুষ। আজ ফরিদপুর শহর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হবে।

শুক্রবার রাতে দুষ্কৃতকারীদের গুলিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানু হত্যার ঘটনায় ক্ষমতাসীনরা দায়ী বলে অভিযোগ করেন রিজভী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION