বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রতিটি জি‌নিসের দাম ৩০০-৪০০ গুণ বেড়েছে: শামসুজ্জামান দুদু

ভয়েস নিউজ ডেস্ক:

দেশ অর্থনৈতিকভাবে ‘খুবই বিপদগ্রস্ত’ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, ‘প্রতিটি জি‌নিসের দাম ৩০০-৪০০ গুণ বেড়েছে। সব কিছু মানু‌ষের ক্রয়ক্ষমতার বা‌ইরে চ‌লে গে‌ছে। ফলে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়িতে প‌রি‌ণত হ‌য়ে‌ছে।’

শনিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম দলের এক মানববন্ধ‌নে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারি পরোয়ানা জারি এবং জ্বালানি ও নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

‘জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাংলাদেশকে সমৃদ্ধ করেছিলেন’ মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের এমন কোনও ক্ষেত্র নাই যেখানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিন্তু আওয়ামী লীগের আমলে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমেছে। এমনকি ব্যাংকগুলো এলসি খোলার উদ্যোগ নিচ্ছে না, প্রেস নোট জারি করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারই পণ্যের দাম বাড়াচ্ছে। সিন্ডিকেট আছে, সরকারের সিন্ডিকেটও জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। দেশের মানুষের জান-মালের কোনও নিরাপত্তা নেই। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রায় চার বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই, অবিলম্বে তার মুক্তি চাই।

বিএনপির বিভাগীয় সমাবেশে সরকার জনগণের উপস্থিতি কমাতে বাস-লঞ্চসহ সবকিছু বন্ধ করে দিয়েছে দাবি করে দুদু বলেন, বেরিকেট দিয়ে জনগণকে আটকানোর চেষ্টা করা হয়েছে। তবুও জনগণকে থামানো যায়নি। সমা‌বেশগু‌লো জনসমুদ্রে প‌রি‌নিত হ‌য়ে‌ছে। ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে উত্তাল তরঙ্গে পরিণত হবে।

সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচার আর কোনও পথ নেই। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করবে।’

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি এম এইচ মনিরের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন জিনাফের সভাপ‌তি মিয়া মো. আনোয়ার, সাবেক শাহবাগ থানা কৃষক দলের সহ-সভাপতি শাহজাহান মিয়া সম্রাট, কল্যাণ পার্টির সহ-সভাপতি সাইদুর রহমান তামান্না প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION