বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ডিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে অনেকটা একক কৃতিত্বে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন। লিওনেল মেসি কি তেমনটা পারবেন?
মেসির সামনে বিশ্বকাপ ট্রফিতে চুমু আঁকার এবারই শেষ সুযোগ। সেটা সম্ভব হবে কি-না তা বলবে সময়। তবে আপাতত দুই অর্জনে ম্যারাডোনার পাশে বসেছেন পিএসজি সুপারস্টার।
কাতার বিশ্বকাপে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এ ম্যাচে মাঠে নামার মধ্য দিয়েই ম্যারাডোনার একটি রেকর্ড ছোঁয়া হয়ে যায় মেসির। আর গোল করে আরেক রেকর্ডে স্বদেশি কিংবদন্তির পাশে বসেন।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপে মেসির ২১তম। ম্যারাডোনাও বিশ্বমঞ্চে খেলেছিলেন ২১ ম্যাচ। তবে ম্যারাডোনা চারটি বিশ্বকাপ খেলেছেন। মেসির এটি পঞ্চম বিশ্বকাপ।
মেক্সিকোর বিপক্ষে গোল পেয়েছেন মেসি। বিশ্বকাপে এখন ম্যারাডোনার সমান ৮ গোল তার। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড অবশ্য গাব্রিয়েল বাতিস্তুতার (১০টি)।
ভয়েস/আআ