বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রে বিশ্বাস করে না। কিন্তু মুখে বলে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল। আমি বলতে চাই– যে দল গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা কীভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয়? মুক্তিযুদ্ধে এ দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের মূল কথাই ছিল গণতন্ত্র।
সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘১০ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের সব নেতার মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে রাশেদ ইকবাল খান মুক্তি পরিষদ।
আবদুল মঈন খান বলেন, ‘আমারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম। কারণ, আমরা উপলব্ধি করেছিলাম– পাকিস্তানের যে অপশাসন তার মধ্যে কখনও গণতন্ত্র হতে পারে না, অর্থনৈতিক সাম্য হতে পারে না। এ দুটি কারণে আমরা সেদিন অস্ত্র ধরেছিলাম।’
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার যদি কোনও অন্যায় করে তাহলে তার জবাবদিহি নিশ্চিত করবে বিরোধী দল। এটা গণতন্ত্রের নিয়ম, বিএনপি তাই বিশ্বাস করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’
নির্দলীয় নিরেপক্ষ সরকারের দাবি জানিয়ে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যদি জনগণের ভালোই করে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে কেন? দেশে যদি মানুষের ভোটের অধিকার দিতে হয় তাহলে সরকারকে ক্ষমতা থেকে সড়ে যেতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্ববায়ক আক্তার হোসেন।
ভয়েস/জেইউ।