বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিনের উৎসব উদযাপনের সুযোগ দিতে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ আদেশ দেন তিনি। তবে এই যুদ্ধবিরতিকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।
বার্তা সংস্থা বিবিসি ও এএফপি জানায়, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথম পূর্ণাঙ্গ কোনো যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।
রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানদের নেতা প্যাট্রিয়ার্ক কিরিল যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও যুদ্ধবিরতির কথা বার বার বলছিলেন। এরপর রুশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এল।
ক্রেমলিনের বিবৃতিতে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রাখতে রুশ ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে আদেশ দেওয়া হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘যেসব এলাকায় এখন যুদ্ধ চলছে, সে সব এলাকায় অনেক অর্থোডক্স খ্রিষ্টধর্মাবলম্বী মানুষের বসবাস। অর্থোডক্স খ্রিস্টানেরা যাতে চার্চে গিয়ে ধর্মীয় রীতিনীতি পালন করতে করতে পারে, এ জন্য আমরা ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’
যুদ্ধবিরতির ঘোষণার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। তিনি এক ট্যুইটবার্তায় লেখেন, ‘ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখল করে নিয়েছে সেই সব এলাকা অবশ্যই আগে ছেড়ে দিতে হবে। এরপরই একটি সাময়িক যুদ্ধবিরতি হবে। এই ভণ্ডামি নিজের কাছেই রাখুন।’
ভয়েস/আআ