বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় মাদক পাচারকারী চক্রের নেতা ওভিডিও গুজম্যানকে গ্রেপ্তার অভিযান চালানোর সময় ১৯ জন সন্দেহভাজন গ্যাং সদস্য এবং ১০ সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার তিনি এ তথ্য জানিয়েছেন।
মেক্সিকান নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার কারাগারে বন্দী মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের ছেলে ওভিডিও গুজম্যানকে গ্রেপ্তার করে। ওভিডিও নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টেলে’র নেতা বলে দাবি করতেন। তাকে গ্রেপ্তারের পর সিনালোয়া জুড়ে সহিংসতা শুরু হয়ে যায়।
মন্ত্রী লুইস ক্রেসেনসিও জানান, অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়। কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতার কেন্দ্রস্থল সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের বিমানবন্দর শুক্রবার বন্ধ ছিল।
ভয়েস/জেইউ।