বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অংশ নেওয়া আরও তিন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কঠোর হাতে বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা উপেক্ষা করে ইরানের বিচার বিভাগ ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগে ওই তিনজনকে মৃত্যুদণ্ড দিল।
মিজান সংবাদ সংস্থার বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এর আগে গত শনিবার ইরান মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়। বিক্ষোভের সময় ইরানের আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
এবার মৃত্যুদণ্ড পাওয়া তিনজন হলেন- সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগৌবি।
ইসফাহান নগরীতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে স্বেচ্ছাসেবী বাসিজ মিলিশিয়ার সদস্যদের হত্যার অভিযোগে এ তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
গত ডিসেম্বর মাসের শুরুর দিকেও মাত্র চার দিনের ব্যবধানে মোহসেন শেকারি ও মাজিদ রেজা রেহনাভার্দ নামে দুই বিক্ষোভকারীকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়। তাদের বিরুদ্ধেও আধাসামরিক বাহিনীর এক সদস্যকে আঘাত করা এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার অভিযোগ ছিল।
ভয়েস/আআ