মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
২০১৯ সালে প্রথমবার সরকারি উদ্যোগে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণে গিয়েছিলেন নাজমুল আখন্দ। তিন বছর পর নিজের উদ্যোগেই নেইমারদের দেশে যাচ্ছেন এই ডিফেন্ডার। সেখানকার সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলনের সুযোগ পেয়েছেন। মোহামেডানের এই ফুটবলারের ভিসাও হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই ঢাকা ছাড়বেন।
তিন বছর আগে নাজমুলসহ অন্যদের ব্রাজিলের গামা শহরের ক্লাবে অনুশীলন করার সুযোগ হয়েছিল। তখনই স্থানীয় অনেকের সঙ্গে যোগাযোগ তৈরি হয় তার। ঢাকায় এসে নাজমুল এই যোগাযোগটা রক্ষা করেছেন। এবার সুযোগ পেতেই সেটি লুফেও নিয়েছেন। এখন সাও পাওলো ক্লাবের সালতো ক্লাবে তিন মাসের অনুশীলনের পাশাপাশি দীর্ঘমেয়াদে খেলার সুযোগও থাকবে তার। তবে এর আগে ট্রায়ালে টিকতে হবে।
সব কিছুর বিস্তারিত জানিয়ে নাজমুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিলে আবারও অনুশীলন করার সুযোগ এসেছে। ভিসা পেয়েছি। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষও ইতিবাচক সংকেত দিয়েছে। আশা করছি, তিন মাস অনুশীলন করে নিজেকে আরও শাণিত করতে পারবো। লক্ষ্য থাকবে সেখানকার ক্লাবে খেলার সুযোগ করে নেওয়ার।’
নাজমুলকে আপাতত বিমানের টিকিট নিজের পকেট থেকে দিতে হচ্ছে। সেখানে থাকা ও খাওয়া ক্লাব বহন করবে। তবে ট্রায়ালে টিকে গেলে ক্লাব তখন টিকিটের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।
ভয়েস/আআ