সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে নিপুণের “ভাগ্য”

নিপুণ,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নিপুণ আক্তার এর ‘ভাগ্য’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান। এর আগেও এই জুটিকে ‘ধূসর কুয়াশা’ নামের সিনেমায় দেখা গিয়েছিল। মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ সিনেমাটি আগামী ৩রা ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে। এ বিষয়ে নিপুণ বলেন, ভালোভাবে সিনেমার কাজটি করার চেষ্টা করেছি।

আসছে ৩রা ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আশা করছি মৌলিক গল্পের এই সিনেমাটি সব শ্রেণির দর্শকদের পছন্দের সিনেমা হবে। অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্র প্রোডাকশনের ব্যানারে সিনেমায় আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ। এর কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মো. মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস।

এ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার। এদিকে নিপুণ বর্তমানে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েবের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও ব্যস্ততা যাচ্ছে তার।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION