মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তামিমের বিপিএল শেষ 

তামিম ইকবাল

খেলাধুলা ডেস্ক:

ইংল্যান্ড সিরিজের আগে চোটে পড়লেন তামিম ইকবাল। পিঠের চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইগার্সের শেষ দুটি ম্যাচ খেলবেন না তিনি। আগামী ১লা মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপক্ষীয় সিরিজ। এজন্যই তামিমকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ। কুঁচকির চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজও খেলতে পারেননি তামিম ইকবাল।

তামিম না থাকায় ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন লিটন কুমার দাস। গতকাল খালেদ মাহমুদ বলেন, ‘তামিমের পিঠে ব্যথা ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়েই আমাদের মূল চিন্তা। সে জন্যই তামিমকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছি, খেললে আরও খারাপ হতে পারে।’ চলতি বিপিএলে ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে খুলনা। প্লেুঅফে খেলার সম্ভাবনাও শেষ।

মাহমুদ বলেন, ‘পরিস্থিতি যদি অন্য রকম হতো, আমরা যদি কোয়ালিফায়ারে থাকতাম, তাহলে ভিন্ন কথা ছিল। তখন তামিমও হয়তো অন্যভাবে চিন্তা করতো। এখন যেহেতু আমাদের সে সুযোগ নেই, বিপিএলে তাই ব্রেক দেওয়াটাই ঠিক মনে করেছি।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION