শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক:
আম কতভাবেই না খা্ওয়া যায়। আমের সঙ্গে কলা যোগ করে মজাদার স্মুথি বানিয়ে ফেলতে পারেন। খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও।
উপকরণ: ২ জনের জন্য
আম ২টি (টুকরো করে কাটা)
কলা ১টি (মাঝারি আকারের)
দুধ ১ কাপ
মধু ২ চা চামচ
প্রয়োজন মতো বরফ কুচি (ঐচ্ছিক)
প্রয়োজন মতো ট্রুটি ফ্রুটি, টুকরো করা আম, কলা সাজানোর জন্য।
তৈরি প্রণালি:
প্রথমে ব্লেন্ডারে আম, কলা, মধু ও এক কাপ দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার পছন্দমতো সাজিয়ে চাইলে উপরে ট্রুটি ফ্রুটি, টুকরো করা আম, কলা, বরফ কুচি দিয়ে নিজের পছন্দমতো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।