মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
নির্বাচন বানচালে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘সরকার আমাকে নির্বাচন থেকে সরাতে চায়। কারণ তারা আমার দলের জনপ্রিয়তায় ভীত। জরিপ অনুযায়ী, আমরা এই আসন্ন নির্বাচনে রেকর্ড গড়বো।’
দুর্নীতি ও সন্ত্রাসের দুটি মামলার ওয়ারেন্ট নিয়ে গত দুই সপ্তাহ ধরে পুলিশ ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। আল জাজিরার খবরে বলা হচ্ছে, আজ আর খালি হাতে ফিরবে না পুলিশ। রাতেই গ্রেফতার হতে পারেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
এদিকে লাহোরে ইমরানের বাসভবনের সামনে তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার বলেন, ‘তারা (পিটিআই সমর্থক) পাথর ছুড়েছে, আমাদের লাঠি দিয়ে পিটিয়েছে, পেট্রোল বোমা মারছে, রেঞ্জার (আধাসামরিক) গাড়িতে হামলা করেছে।’
তিনি আরও বলেন, ‘তিন শতাধিক পুলিশ সদস্যকে লাহোরে খানের বাসভবনে পাঠানো হয়েছে। কারণ আমরা জানতাম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের প্রতিরোধের মুখে পড়বো।’
বাইরে যখন রণক্ষেত্র বাড়ির ভেতরে তখন দলের শীর্ষ ৬ নেতাকে নিয়ে বৈঠক করছেন ইমরান খান।
ভয়েস/আআ