মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
আরব ও মুসলিম বিশ্বের নিন্দা সত্ত্বেও বুধবার জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।বুধবার রাতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয়বারের অভিযানে ফিলিস্তিনি মুসল্লিদের উপর স্টান গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
এ সময় সশস্ত্র সৈন্যরা রমজানের নামাজের জন্য সেখানে জড়ো হওয়া মুসল্লিদের জোর করে মসজিদ থেকে বের করে দেয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় দফা অভিযানে অন্তত ছয়জন আহত হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে আল আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক ডজন মুসল্লির ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। সে ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়।
প্রথম অভিযানে কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলের হেফাজতে নেওয়া হয় বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের আতারোত পুলিশ স্টেশনে রাখা হয়।
ভয়েস/আআ