সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিটন দাস দল পাওয়ার পর থেকে প্রবল আগ্রহ ছিল তাকে ঘিরে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার পর থেকে তাকে একাদশে দেখতে মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমিরা।
বৃহস্পতিবার চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাকে একাদশে রেখে মাঠে নেমেছে কলকাতা। কিন্তু নিজের অভিষেক ম্যাচে বিবর্ণ লিটন। ৪ বলে ৪ রান করে ফিরেছেন বাংলাদেশের এ ওপেনার। নিজের উইকেট প্রতিপক্ষকে উপহারই দিয়ে এসেছেন।
ডানহাতি পেসার মুকেশ কুমারের শর্ট বল জায়গায় দাঁড়িয়ে পুল করতে গিয়ে টপ এজ হন লিটন। বৃত্তের ভেতরে স্কয়ার লিগে সহজ ক্যাচ নেন ললিত যাদব। শটে ছিল না কোনো নিয়ন্ত্রণ। ছিল না পর্যাপ্ত শক্তিও। স্রেফ বলের জায়গায় ব্যাট চালিয়েছিলেন। তাতেই বিসর্জন দিয়ে আসেন নিজের উইকেট।
অথচ তার শুরুটা ছিল দারুণ। ইশান্ত শর্মার করা প্রথম ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পেয়েছিলেন। ডানহাতি পেসারের বল কভার দিয়ে চার মেরে আইপিএলে নিজের খাতা খুলেন এ ব্যাটসম্যান। পরের দুই বলে কোনো রান পাননি। শুরুর শটে মনে হচ্ছিল নিজের সামর্থ্য দেখাতে পারবেন প্রথম সুযোগেই। কিন্তু পরের ওভারে নিজের উইকেট যেভাবে বিসর্জন দিলেন তাতে স্রেফ হতাশাই বাড়িয়েছেন। ৪ বলে ৪ রানে থেমেছে তার অভিষেক ইনিংস।সুযোগ কাজে লাগাতে পারেনি লিটন ।
এদিকে লিটনের সুযোগ পাওয়ার দিনে দিল্লি ক্যাপিটালস একাদশ থেকে জায়গা হারিয়েছেন বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচ খেললেও ভালো বোলিং করতে না পারায় তাকে বাদ দিয়েছে দিল্লি।
ভয়েস/জেইউ।