সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
জাতীয় দলে না থাকলেও নির্বাচকদের বিবেচনায় ভালোমতোই আছেন আফিফ হোসেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুইটি ‘আনঅফিসিয়াল’ টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যানকে।
১৫ সদস্যের দলে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ জাকির হাসান ও নাঈম হাসানকে। সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও রেজাউর রহমানদের মতো তরুণরা। এছাড়া প্রতিশ্রুতিশীল মুশফিক হাসান, তানজিম হাসান ও রিপন মণ্ডলদের মতো পেসারদের নেওয়া হয়েছে।
গত বছরের আগস্টে বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে। চারদিনের দুটি ম্যাচই ড্র হয়েছিল। ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে ড্র হয়। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
ফিরতি সফরে ১১ মে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে পৌঁছবে। এবার শুধু লাল বলের ক্রিকেটই খেলবে দুই দল। তিনটি চারদিনের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ শুরু হবে ১৬ মে। পরের দুটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে।
আফিফকে অধিনায়ক করার পেছনে বড় কারণ ঘোষিত দলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে আছেন তিনি একাই। সবশেষ এ দলকে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ মিঠুন এবার নেই। নেই সৌম্য সরকারদের মতো ক্রিকেটারও। ঘরের মাঠে তরুণদের সুযোগ করে দিতে আফিফ, সাদমান, সাইফদের নেওয়া হয়েছে।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঢাকা লিগে ছুটছে আফিফের ব্যাট। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ৯ ইনিংসে তার সংগ্রহ ৩৩৫ রান। স্ট্রাইক রেট অসাধারণ ১১৬.৭২। ঘোষিত দলে ওপেনার রয়েছে একাধিক। সাইফ হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম শেখ; প্রত্যেকের জাতীয় দলেই ইনিংস উদ্বোধন করার রেকর্ড আছে। ‘এ’ দলে তাদের অনেককেই বিভিন্ন পজিশনে বাজিয়ে দেখা হবে।
বোলিং আক্রমণে পেস বিভাগে রেজাউর রহমান রাজার সঙ্গে রাখা হয়েছে তিন সম্ভাবনাময় তরুণ তানজিম, মুশফিক হাসান ও রিপনকে। স্পিনের দায়িত্ব সামলাবেন নাঈম হাসান, তানভীর ও রিশাদ।
বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মণ্ডল।
ভয়েস/আআ