রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

২৭ বছর পর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হবে ভারতে!

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ ৭১ বছর ধরে আয়োজিত হয়ে আসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার দিকেই বছরের পর বছর ধরে তাকিয়ে থাকেন বিভিন্ন দেশের সুন্দরীরা। এবারও তার ব্যতিক্রম নয়। তবে চমক হলো, দীর্ঘ ২৭ বছর পর ভারতে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই খবর।

শুক্রবার (৯ জুন) সামনে আসে এই তথ্য। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে নাম দিয়েছেন মোট ১৩০টি দেশের সুন্দরীরা। ১৯৫১ সাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। রাতারাতি তা ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে। এই খেতাব ভারতেও কম আসেনি। ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, মানসী চিল্লার, তিনজন জিতেছেন এই খেতাব। কেবল রূপ নয়, বিচার করা হয় গুণ, উপস্থিত বুদ্ধি ও লক্ষ্য।

সব মিলিয়ে বিচারকদের নজরে যিনি সেরা, তিনিই সেই বছরের বিশ্বসুন্দরী খেতাব জিতে নিয়ে থাকেন। চলতি বছর শেষেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন পর ভারতের বুকে এই প্রতিযোগীতা ফেরায় হাসি ফিরল অনেকের মুখেই।

২৭ বছর আগে ভারতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এবার গালা ইভেন্টের জন্য বেশ অন্যস্বাদের অন্য মাপের প্রস্তুতি নিচ্ছে ভারত। ৮ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। নয়া দিল্লিতে এক বৈঠক শেষে তা মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।

এই প্রতিযোগিতা ও সংস্থার চেয়ারপার্সন এবং সিইও মিস জুলিয়া মোর্লে জানান, তিনি ৩০ বছর আগে ভারতে এসেছিলেন, তখনই ভারতে বেশ পছন্দ হয়েছিল তার।

এদিকে ২০২২ সালের বিশ্বসুন্দরী হয়েছিলেন ক্যারোলিনা বিলাস্কা, এদিনের বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। চলতি বছর দেশের অন্যতম বিগ ইভেন্ট হতে চলেছে এটি। ভারতীয় প্রতিযোগিদের দিকে তাকিয়ে অনুরাগীরা। দেশের বুকে এই খেতাব জয়ের আশা দেখে থাকেন সবাই। তাই এবার মিস ওয়ার্ড কে হতে চলেছেন, তা নিয়ে ভারতের মধ্যে উত্তেজনার পারদ খবর প্রকাশ্যে আসা মানেই তুঙ্গে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION