সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বর্গে যেতে উপবাস: মৃতের সংখ্যা বেড়ে ৩০৩

আন্তর্জাতিক ডেস্ক:

কেনিয়ার আলোচিত ধর্মগুরু পল ম্যাকেঞ্জির নেতৃত্বে উপবাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০০ ছাড়িয়েছে। উপকূলীয় শহর মালিন্দির পার্শ্ববর্তী শাকাহোলা বন থেকে কবর খুঁড়ে এসব মরদেহ পাওয়া যায়।

মঙ্গলবার (১৩ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘স্বর্গে যেতে’ ও ‘যীশুর দেখা পেতে’ অনুসারীদের ও তাদের সন্তানদের মৃত্যু পর্যন্ত উপবাস করতে বলেন পল ম্যাকেঞ্জি। কিছুদিন আগে বিষয়টি জানতে পেরে তদন্তে নামে পুলিশ। এরপর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়েছে।

অনাহারে মারা গেছে এমন চারজনের মরদেহ উদ্ধারের পর গত ১৫ এপ্রিল পল ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৪ এপ্রিল গণকবর খুঁড়ে ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মধ্যে অনেক শিশু ছিল। সে সময় পুলিশ বলেছিল, এ ধরনের আরও মরদেহ পাওয়া যাবে। সেটাই যেন সত্য হলো এবার।

এখন পর্যন্ত ৮০০ একরের ওই এলাকায় মোট ৩০৩ জনের মরদেহ পাওয়া গেছে। মৃতরা গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের সদস্য ছিল। এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, এখনও ৬০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তদন্তকারীরা গত সপ্তাহে ওই অঞ্চলের বিস্তৃত এলাকায় অনুসন্ধান প্রসারিত করেছে।

পল ম্যাকেঞ্জি গত এপ্রিলে নিজেকে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাকে আদালতে হাজির করা হলেও বিচারক জামিন মঞ্জুর করেননি। বিবিসি জানিয়েছে, সে সময় নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেন পল ম্যাকেঞ্জি। তার দাবি, ২০১৯ সালেই তিনি তার গির্জাটি বন্ধ করে দিয়েছিলেন।

প্রসঙ্গত, কেনিয়া একটি ধর্মপ্রবণ দেশ। এর আগেও দেশটিতে এ ধরনের বিপজ্জনক, অনিয়ন্ত্রিত গির্জা অথবা কাল্টে প্রলুব্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION