রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পুরুষ পটাতে নতুন কৌশল রাখির

বিনোদন ডেস্ক:

বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। উদ্ভট যত কর্মকাণ্ড করে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। এবার শিরোনামে এলেন পুরুষ পটানোর নতুন কৌশল প্রয়োগ করে।

হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করছেন রাখি। যাকেই সামনে পাচ্ছেন তার গায়েই ফুস করে সুগন্ধি ছড়িয়ে দিচ্ছেন। রাখির কথায়, পুরুষ পটাতে এটাই নাকি নতুন কায়দা।

স্বামী আদিলের সঙ্গে রাখির সম্পর্ক এখন তলানিতে। রাখির করা নির্যাতনের মামলায় এখনো জেলের ঘানি টানছেন আদিল। আর তাই তো সুযোগ পেয়ে নতুন প্রেমিক খুঁজছেন রাখি। সেই কারণেই মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে হাজির বলিউডের মির্চি গার্ল। রাখির দাবি, এই পারফিউমেই নাকি পটবে পুরুষ!

গত বছর আদিল খান দুরানির সঙ্গে বিবাহ সম্পন্ন করেন রাখি। পরে তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েক দিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল।

এর কিছু দিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েক দিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে পারিবারিক হিংসা ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION