রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন।
বুধবার (২১ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গায় এ নৌযাগুলো কমিশনিং করেন তিনি।
এর মধ্যদিয়ে সক্ষমতায় আরও একধাপ এগিয়ে গেলো দেশের উপকূলের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ‘কোস্টগার্ড’। একযোগে ৫টি নতুন আধুনিক নৌযান যুক্ত হলো এ বাহিনীতে।
নতুন নৌযানগুলোর মধ্যে নারায়ণগঞ্জে তৈরি দুটি ইনশোর পেট্রোল ভেসেলের (আইপিভি) নাম দেওয়া হয়েছে ‘জয় বাংলা’ ও ‘অপূর্ব বাংলা’। অন্যদিকে খুলনা শিপইয়ার্ডে তৈরি দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট পরিচিত হবে ‘প্রত্যয়’ এবং ‘প্রমত্তা’ নামে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশে একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়নও চলমান আছে। এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দেশের উন্নয়ন করছে আওয়ামী লীগ সরকার।
শেখ হাসিনা জানিয়েছেন, গেলো ১৪ বছরে কোস্টগার্ডের বহরে সংযুক্ত হয়েছে ১৫৪টি আধুনিক নৌযান। ২০৪১ সালের মধ্যে নিজস্ব জনবলে স্বয়ংসম্পূর্ণ একটি স্মাট বাহিনী হবে কোস্টগার্ড।
ভয়েস/আআ