বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বাস্থ্যবিধি না মানায় কুটুমবাড়ী রেস্তোরাঁকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

স্বাস্থ্যবিধি না মেনে খাবার পরিবেশনের অভিযোগে, চট্টগ্রামে কুটুমবাড়ী রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নগরের ওয়াসা মোড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, কুটুমবাড়ী রেস্তোরাঁয় ব্যবস্থাপক-কর্মচারী কারও মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ছিলো না। ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে অপরিচ্ছন্ন ভাবে আটার খামি সংরক্ষণ ও মশলা উপকরণ রাখা ছিলো। তাদের উৎপাদিত ফিরনিতে উৎপাদনের তারিখ লেখা ছিলো না এবং বাসি ছিল। ‘এই সব অপরাধ আমলে নিয়ে কুটুমবাড়ী রেস্তোরাঁ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’

তিনি বলেন, ওয়াসা মোড়ের কুপার’স বেকারিতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া মিল্ক ব্রেড তৈরি ও বিক্রি এবং বিস্কুটের লাইসেন্স নিয়ে কেক তৈরি করা হচ্ছিলো। এই কারণে বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ওই এলাকার ডুলছে বেকারিতে একটি বিস্কুটের লাইসেন্স নিয়ে একাধিক বিস্কুট তৈরি এবং লাইসেন্স ছাড়া মিল্ক ব্রেড তৈরি ও বিক্রির দায়ে বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার (ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION