সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আরপিও নিয়ে এ মুহূর্তে বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলব না:সিইসি

সিইসি, কাজী হাবিবুল আউয়াল

ভয়েস নিউজ ডেস্ক:

আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আরপিও’র বিলের আইন গেজেট আকারে প্রকাশ হওয়ার পরই সব প্রশ্নের উত্তর দেব। সংসদে পাস হওয়া বিলটি আগে গেজেট আকারে প্রকাশ হোক। তখনই কিছু বলা সমীচীন হবে।

আজ বুধবার (৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যে বিলটি পাস হয়েছে আমি অপেক্ষা করছি আইনটি হোক। এখনো আইন পাস হয়নি। বিল পাস হয়েছে।
বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান করেন তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে।

ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এ মুহূর্তে বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলব না।
একটু ওয়েট করুন। বিলটি মনে হয় দু-এক দিনের মধ্যে জানতে পারব রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি না। তখন বলা সমীচীন হবে।

গতকাল মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে ইসির ভোট বন্ধের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিলটি বিরোধী দলের সদস্যদের আপত্তির মুখে পাস হয়। সংসদে আইনমন্ত্রী ‘গণপ্রতিনিধিত্ব আদেশের (সংশোধনী) বিল ২০২৩’ উত্থাপন করেন।
পরে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি এর আগে বিরোধী দলের বাছাই কমিটিকে পাঠানো হয় এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION