রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সিরিজ হারে পর,খেলতে তো হবেই:মিরাজ

খেলাধুলা ডেস্ক:

সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলছিলেন আফগানিস্তান কোচ জনাথন ট্রট। ততক্ষণে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে চলে আসা মেহেদি হাসান মিরাজ পাশে থাকা সংবাদকর্মীদের বলছিলেন, ‘ভাই কি বলবো আর, আমাকে ছেড়ে দিয়েন।’ কিন্তু মিরাজ নিজেও জানেন, তার এই বলাটা বৃথা।

সিরিজের প্রথম ম্যাচে হার, ২৪ ঘণ্টা না পেরোতে অধিনায়ক তামিম ইকবালের অবসর ঘোষণায় যেন সব এলোমেলো হয়ে যায়। লিটন দাস যদিও বলেছেন কোনো প্রভাব পড়ছে না, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণে সিরিজ হার যেন আরও বেশি প্রশ্নের সুযোগ করে দিয়েছে। তাইতো মিরাজের কাছে ঘুরে ফিরে এক প্রশ্ন ছিল, সব ঠিকাছেতো?

শুরুতে তামিমের অবসর নিয়ে এক প্রশ্নে মিরাজের উত্তর, সিরিজের মধ্যে ছিলাম খেলতেতো হবেই! ‘সবাই শকড হয়ে গেছিল। এই ভাবে তামিম ভাই অবসর নেবে কেউ আশা করে নাই। সব প্লেয়ারের কাছেই খারাপ লাগছিল। তবুও আমরা যেহেতু সিরিজে আছি, অনুশীলন করে ফেলেছি খেলতে তো হবেই।’

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেয়। রেকর্ড গড়া ওপেনিং জুটিতে আফগানিস্তান রেকর্ড ৩৩১ রান করে। তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। টেনেটুনে থামে ১৮৯ রানে। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে সফরকারী দল।

এমন হারের কারণে প্রশ্ন উঠছে আরও বেশি। তবে মিরাজ জানান খারাপ সময়ে দুটো ম্যাচ গেছে, এত চিন্তিত না তারা, নিশ্চিত করেন দলের সবার মধ্যে আন্তরিকতার কথা ‘আপনি একটা জিনিষ দেখেন আমাদের টিমের ভেতরের বন্ডিং কিন্তু খুব ভালো, আমরা কিন্তু ভালো খেলছি কিন্তু একটা খারাপ দিন যায়, আমার কাছে মনে হয় এই দুটা ম্যাচ আমাদের খারাপ সময়ে গিয়েছে। আমরা এটা নিয়ে চিন্তিত না। সামনে আমাদের এশিয়া কাপ খেলা আছে, বিশ্বকাপ খেলা আছে, আমরা সুন্দর পরিকল্পনা করতে পারবো আশা করি।’

একই মাঠে দুইদিন পর সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এখন স্বাগতিক শিবিরের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। তৃতীয় ম্যাচেও জয় নিয়ে মিরাজ প্রচণ্ড আত্মবিশ্বাসী। ‘আমরা, অবশ্যই জেতার জন্যই খেলি। প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলি। কেউ কিন্তু কখনো হারার জন্য ক্রিকেট খেলে না।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION