রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারতকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা ডেস্ক:

প্রথম ওয়ানডেতে লজ্জার হার দেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য সেটি পুষিয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা। ২০১৯ সালের ডিসেম্বরের পর ওয়ানডেতে ভারতকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৬ উইকেটে!

গত ম্যাচে তরুণদের সুযোগ দিতে রোহিত শর্মা-বিরাট কোহলি নিচের অর্ডারে চলে গিয়েছিলেন। এই ম্যাচে থাকলেন বিশ্রামে। তাতে দুই অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত। দুই ওপেনার ইশান কিশানের ৫৫ ও শুবমান গিলের ৩৪ রানই ছিল উল্লেখ করার মতো। তাদের পর ধস নামে ব্যাটিংয়ে। বাকিরা শুধু আসা-যাওয়া করেছেন। মাঝে ডাবল ডিজিটে রান করেছেন সূর্যকুমার যাদব (২৪), রবীন্দ্র জাদেজা (১০), শার্দুল ঠাকুর (১৬)। তাতে টস হেরে ব্যাট করতে নামা ভারত ৪০.৫ ওভারে ১৮১ রানেই গুটিয়ে গেছে।

ভারতকে অল্পতে বেঁধে ফেলার কৃতিত্ব গুডাকেশ মোটি ও রোমারিও শেফার্ডের। মোটি ৩৬ রানে ও শেফার্ড ৩৭ রানে তিনটি করে উইকেট নিয়েছেন। আলজারি জোসেফ ৩৫ রানে নেন দুটি। একটি করে নিয়েছেন জেইডেন সিলস ও ইয়ানি কারিয়াহ।

জবাবে রান তাড়ার কাজটি দেখভাল করেছেন অধিনায়ক শাই হোপ ও অনভিজ্ঞ কেসি কার্টি। অবিচ্ছিন্ন জুটিতে ৯১ রান যোগ করেন তারা। হোপ ৮০ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। ম্যাচসেরাও তিনি। কার্টি ৬৫ বলে অপরাজিত ছিলেন ৪৮ রানে।

শেষটা স্বস্তিতে হলেও ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা মোটেও সহজ ছিল না। ৫৩ রান পর্যন্ত উইকেটহীন থাকা দলটা ১৭ ওভারে ৯১ রানের মধ্যে হারায় চার উইকেট! সাজঘরে ফেরেন কাইল মেয়ার্স (৩৬), ব্র্যান্ডন কিং (১৫), আলিক আথানেজ (৬) ও শিমরন হেটমায়ার (৯)। যার পেছনে মূল অবদান পেসার শার্দুল ঠাকুরের। তাতে ভারতের মাঝে আশার সঞ্চার হলেও সব শঙ্কা উড়িয়ে দেন হোপ-কার্টি জুটি। ৩৬.৪ ওভারে জয় নিশ্চিত করেন তারা।

ঠাকুর ৪২ রানে ৩টি উইকেট নিয়েছেন। ৩০ রানে একটি নেন কুলদীপ যাদব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION