শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
বিয়ের ১১ বছর পর বাবা হয়েছে দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। গত ২০ জুন হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রাম চরণের স্ত্রী উপাসনা। তারপর শুভেচ্ছাবার্তার পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকা রাম চরণের কন্যাকে উপহার দিয়েছেন। এবার রাম চরণের মেয়ে কিলিন কারাকে উপহার দিলেন আল্লু অর্জুন।
সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রাম চরণের কন্যা কিলিন কারাকে স্বর্ণের একটি স্লট উপহার দিয়েছেন আল্লু অর্জুন। এ স্লটে কিলিন কারার নাম এবং জন্মের বিস্তারিত তথ্য খোদাই করে লেখা রয়েছে।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আল্লু অর্জুনের সহকর্মী রাম চরণ। তার বাইরেও অন্য পরিচয় হলো— আল্লু অর্জুনের আপন মামাতো ভাই রাম চরণ। আল্লু অর্জুন রাম চরণের চেয়ে বয়সে ৩ বছরের বড়। তবে ব্যক্তিগত জীবনে তাদের মাঝে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা টু’। এটি পরিচালনা করছেন সুকুমার। ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।
রাম চরণের পরবর্তী সিনেমা ‘গেম চেঞ্জার’। পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ২০০ কোটি রুপি। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা এস. শংকর। রাম চরণ-কিয়ারা আদভানি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ।
ভয়েস/আআ