রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বোর্ড পরিচালকদের নিয়ে আজ সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছিল, এই সভায় আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক ঠিক করা হবে। কিন্তু লম্বা সময় সভা হলেও অধিনায়ক চূড়ান্ত হয়নি।
সভা শেষে বের হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ঠিক করার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে অধিনায়ক চূড়ান্ত করবেন তিনি।
জালাল আরও বলেন, আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। আর যেহেতু বিশ্বকাপের দল ঘোষণার জন্য এখনও যথেষ্ট সময় আছে, এ কারণে বিসিবি আরেকটু সময় নিতে চায়।
ভয়েস/জেইউ।